শ্রীপুরে বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান


MARCH NAEEM 2ND/+.webp

গাজীপুরের শ্রীপুরে বনভূমি জবরদখল করে গড়ে তোলা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে উপজেলার সাতখামাইর বিটের তেলিহাটি ইউনিয়নের তালতলী পেলাইদ ও সাইটালিয়া গ্রামে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বনভূমিতে গড়ে তোলা ৫৬টি বসতবাড়ি ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যের বনভূমি। অভিযানে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার ও বন বিভাগের চার শতাধিক সদস্য সহযোগিতা করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, গত ৫ আগস্টের পরপরই সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে তোলা ৫৬টি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জবরদখল মুক্ত হয়েছে চার একর বনভূমি। উদ্ধার করা বনভূমির আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আল মামুন বলেন, বনভূমি জবরদখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ৫ আগস্টের পরপরই বনভূমি জবরদখলের মহোৎসব শুরু করেছে একটি কুচক্রী মহল। বনাঞ্চলের গাছপালা কেটে বনভূমি জবরদখল করে হাজার হাজার অবৈধ স্থাপনা নির্মাণ করে তারা। পর্যায়ক্রমে সব ভেঙে গুঁড়িয়ে দিয়ে বনভূমি জবরদখল মুক্ত করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×