ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরামের পুনর্মিলনী


30 November/goig ui giguii iu.jpeg

ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরামের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০মে) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকায় বসবাসরত মনপুরার বিভিন্ন পেশায় কর্মরত মনপুরা উপজেলার কয়েক শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী জাহ্ আহমেদ মিজানের সভাপতিত্বে গণপূর্ত অধিদপ্তরের হিসাবরক্ষক মোঃ আলাউদ্দিন আহম্মেদ মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নূর হোসেন প্রমুখ।

সভায় মনপুরায় জাতীয় গ্রিডের দাবি তুলে বক্তারা বলেন মনপুরা পাশের দ্বীপে জাতীয় গ্রিডের বিদুৎ সংযোগ থাকলেও অদৃশ্য কারণে মনপুরায় জাতীয় গ্রিডের বিদুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। বিদুতের জন্য মনপুরায় শিক্ষা, স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে।

বক্তারা মনপুরায় বেড়িবাঁধের কাজে অনিয়ম সহ সকল দাবি আদায়ে রাজপথে নামার হুশিয়ারি দেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×