
লক্ষ্মীপুরে এক ভাড়াটিয়ার দোকান ভাঙচুর ও মারধর চেষ্টার অভিযোগ উঠেছে মালিক ডা. রাকিবুল হাসানের বিরুদ্ধে। রোববার (৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের মমিন প্লাজায় ঘটনাটি ঘটে। এঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী ব্যবসায়ী এ এইচ কম্পিউটার'স এর মালিক আনোয়ার হোসেন। তিনি জেলা ডাক অফিস সংলগ্ন মমিন প্লাজার ২য় তলার ব্যবসায়ী। অভিযুক্ত ডা. রাকিবুল হাসান মমিন প্লাজার মালিক ও ড্যাব লক্ষ্মীপুরের সভাপতি।
আনোয়ার হোসেন বলেন, কয়েক দিন পূর্বে মৌখিকভাবে দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ দেন রাকিবুল হাসান। কেন ছাড়তে হবে জানতে চাইলে তিনি তাকে গালমন্দ করেন।
দোকান না ছাড়ায় এর পূর্বে মোবাইল ফোনেও তিনি আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। আজ দুপুরে তিনি দোকানে এসে অশালীন ভাষায় গালমন্দ করেতে থাকেন এবং আমাকে ও আমার দোকানের ম্যানেজারকে মারধরের চেষ্টা করেন। প্রতিবাদ করায় দোকানে থাকা আসবাবপত্র ভাঙচুর করেন। এছাড়া আমার হাতের মোবাইল ফোন কেঁড়ে নিয়ে ভেঙে ফেলেন তিনি। পরে আমরা ভিডিও করার ভয় দেখানে তিনি চলে যান।
তিনি আরও বলেন, ওনি কোন নিয়ম মানছে না। নিয়মবহির্ভূতভাবে আমাকে দোকান ছেড়ে দিতে বলেছে। বাজারের ব্যবসায়ীরাও তার সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাদের কথাও তিনি শুনছেন না। এখন দোকান ভাঙচুর ও আমাকে মারধরের চেষ্টা করেছেন তিনি। এবিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিবো।
প্রত্যক্ষদর্শী সুমন হোসেন বলেন, ঘটনার সময় রাকিবুল হাসান দোকানটি ভাঙচুর করে তাদেরকে গালমন্দ করে। ওনাকে থামতে বললে, আরও উত্তেজিত হয়ে উঠে। একপর্যায়ে সিসিটিভি ক্যামেরা দেখে দ্রুত চলে যান তিনি।
এ বিষয়ে একাধিকবার কল দিয়েও অভিযুক্ত ডা. রাকিবুল হাসানের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল আজিজ বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মৌখিক নয় লিখিতভাবে দোকান ছাড়ার নির্দেশনা দিতে পারে মালিক। সেটিই নিয়ম। এতে যদি ভাড়াটিয়া দোকান ছেড়ে না দেয়। তাহলে বণিক সমিতির কাছে অভিযোগ দিতে পারেন। কিন্তু সেটি না করে, দোকান ভাঙচুর ও মারধরের চেষ্টা করা ঠিক হয়নি।