
মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে বঙ্গোপসাগরে সৃষ্ট আকস্মিক ভূমিকম্পে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার ২৭ নভেম্বর রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এই কম্পন অনুভূত হয়।
ভূকম্পন বিষয়ক প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফে কম্পনের তীব্রতা খুবই সামান্য হওয়ায় অধিকাংশ বাসিন্দা তা অনুভব করতে পারেননি। যদিও তারা উৎপত্তিস্থলের গভীরতা নিশ্চিত করতে পারেনি, ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে ভূমিকম্পটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।
এর মাত্র কয়েক দিন আগে গত শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটিই ছিল অন্যতম শক্তিশালী কম্পন। সেদিন কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের অনেকে বলেন, “এমন তীব্র ভূমিকম্প এর আগে কখনও দেখিনি।”
হঠাৎ শুরু হওয়া কম্পনে রাজধানীসহ বিভিন্ন শহরের বহুতল ভবন থেকে মানুষ দ্রুত নিচে নামতে থাকেন। বাসাবাড়ি, অফিস ও শপিং সেন্টারগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
নরসিংদী এলাকায় উৎপত্তি হওয়া সেই ভূমিকম্পে দেশজুড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং কয়েকশ মানুষ আহত হন।