
ফরিদপুরের চরভদ্রাসনে একটি স্বর্ণের দোকানে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করা শাহরিয়ার জাহান (৫১) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে সুব্রত জুয়েলার্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের তৎপরতায় প্রশাসনকে খবর দেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। শাহরিয়ার রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আকবর আলী মারা গেছেন।
দোকানের মালিক সুব্রত কর্মকার জানিয়েছেন, সকাল ১০টা ৩০ মিনিটের দিকে শাহরিয়ার দোকানে এসে নিজেকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট পরিচয় দেন এবং বিভিন্ন কাগজপত্র দেখার চেষ্টা করেন। পাশের দোকানে থাকা এক এনজিওকর্মী বিষয়টি সন্দেহজনক মনে করে, মোবাইলে একটি ভিডিও দেখিয়ে জানান যে তিনি আসলে ম্যাজিস্ট্রেট নন, একজন প্রতারক। এরপর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়।
দুপুর পৌনে ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন ঘটনাস্থলে পৌঁছে শাহরিয়ারকে দোষী সাব্যস্ত করেন। তিনি তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপর্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোছাইন বলেন, “তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় তাকে দণ্ড দেওয়া হয়েছে।”
চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, সাজাপ্রাপ্ত শাহরিয়ার বিকেলে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।