
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ি-ঘর ও দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। তার ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল, সরকি, ইট-পাটকেলসহ বিভিন্ন জিনিস ব্যবহার করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাশের কয়েকটি গ্রামের লোকজনও এতে অংশ নেন।
উভয় পক্ষের নেতৃত্বে থাকা নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বর আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তারা দুজনেই বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫৪ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় কিছু বাড়ি-ঘর ও দোকানপাটও ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষ এ প্রতিবেদনের সময় (বেলা ১১টা) পর্যন্ত চলমান ছিল।
সালথা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান বলেন, “পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”