
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনীর শেষ দিনে বহিরাগতদের হামলায় দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) অনুষ্ঠান পণ্ড হয়েছে। শুরু থেকেই সব আয়োজন সুন্দরভাবে চললেও শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠানের শেষ দিনে এসে বহিরাগতদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয়া হয়।
জানা গেছে, অনুষ্ঠানের সমাপনী দিনে ঐতিহ্যবাহী এই স্কুল চত্বরে নগর বাউলের সংগীত পরিবেশনের কথা ছিল। এজন্য স্কুলের পাশাপাশি বহিরাগতদের জন্যও বাইরে থেকে অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করেছিল আয়োজক কমিটি। তবে শুরু থেকেই স্কুলের ভেতরে সরাসরি অনুষ্ঠান উপভোগ করার দাবি করে আসছিলেন বহিরাগতরা।
একপর্যায়ে শুক্রবার জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতরা জোরপূর্বক অনুষ্ঠানস্থলে প্রবেশ করার চেষ্টা করে। এতে বাধা দেয়া হলে তারা ইট-পাটকেল ছুড়ে অনুষ্ঠানস্থল দখলে নেয়ার চেষ্টা করে। তবে শিক্ষার্থীসহ আয়োজক কমিটির সদস্যরা তাদের প্রতিরোধ করলে একপর্যায়ে বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন।
এদিকে শুরু থেকে সুন্দরভাবে অনুষ্ঠান চললেও শেষ দিনে এসে বিশৃঙ্খলার সময় প্রশাসন নীরব ভূমিকায় ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, অনুষ্ঠানস্থলের খুব কাছেই জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়। এরপরও বহিরাগতদের হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পরও প্রশাসনের নীরবতায় স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে।
বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, জেমসের অনুষ্ঠানটি সফল করতে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। শুরু থেকে সুন্দরভাবে অনুষ্ঠান চলে আসছিল। কিন্তু শেষ দিনে এসে বহিরাগতদের হামলায় পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসনের নির্দেশে আমরা অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি। এ সময় হামলায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় ও উদ্যাপন পতাকা উত্তোলনের পাশাপাশি সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, শপথবাক্য পাঠ ছাড়াও ব্যানার-ফেস্টুন ও ঘোড়ার গাড়িসহ সুসজ্জিত আনন্দ শোভাযাত্রার শহর প্রদক্ষিণের মধ্য দিয়ে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনীর দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার পর্দা উঠে। শুক্রবার রাতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্ধারিত ব্যান্ড-সংগীত শিল্পী জেমসের পরিবেশনার মধ্যে দিয়ে বর্ণাঢ্য এ আয়োজন শেষ হওয়ার কথা ছিল।
ব্রিটিশ ভারতের সরকারি উদ্যোগে হাতে গোনা যে কয়েকটি বিদ্যালয় স্থাপন করা হয়েছিল ফরিদপুর জিলা স্কুল তারমধ্যে একটি। আজ থেকে প্রায় ১৮৫ বছর আগে ১৮৪০ সালে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। শুরু থেকেই এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, আন্দোলন ও সংগ্রামে ফরিদপুর জিলা স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কালের পরিক্রমায় মর্যাদা ও গৌরবে আজও বিদ্যালয়টি এই অঞ্চলের একটি সেরা বিদ্যালয় হিসেবে তার স্বকীয় ভাবমূর্তি ধরে রেখেছে।