
সকালবেলার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গায় একই পরিবারের ভাইবোনসহ তিনজনের প্রাণ গেছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–ভাঙ্গা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার চালতি বাড়ি এলাকার বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার মেয়ে বিউটি বেগম (৩০) এবং একই উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩), যিনি তাদের নিকট আত্মীয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ও নিহতরা রোগী নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কেশবপুর-যশোর থেকে ঢাকাগামী ওই অ্যাম্বুলেন্সে রোগী ও চালকসহ মোট পাঁচজন ছিলেন। মনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ (৩০) এবং রোগীর সঙ্গে থাকা রোকাইয়া বেগম (৪০) গুরুতর আহত হন। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
পুলিশ জানিয়েছে, গুরুতর আহত রোকাইয়া বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।