
বিএনপি থেকে পদত্যাগ করেছেন সাবেক এমপি নূরুল কবীর শাহীন। রোববার (২৮ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ৪৩ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতি করেছি। ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছি। ২০০৬ সালে মনোনয়ন পেলেও নির্বাচন হয়নি। ১/১১-এর পর দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। পদত্যাগের পূর্ব পর্যন্ত বিএনপির সব আন্দোলন, লড়াই ও সংগ্রামে জনগণকে সঙ্গে নিয়ে দলের জন্য কাজ করেছি। আজ ৪৩ বছরের রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটিয়ে ব্যক্তিগত কারণেই দল থেকে পদত্যাগের ঘোষণা করছি।
তিনি বিএনপির ময়মনসিংহ জেলা শাখা (উত্তর) ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন।
অন্য কোনো দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি না; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও এমন কোনো সিদ্ধান্ত নেইনি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি। আমি ঈশ্বরগঞ্জে মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।