
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের স্ত্রী জীশান মীর্জা এবং তার কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন জানিয়েছেন, তারা আদালতের নিকট আবেদন করেন জীশান মীর্জা ও তার কন্যার আয়কর নথি জব্দের জন্য।
আবেদনে উল্লেখ করা হয়েছে, জীশান মীর্জা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। অপরদিকে, তাহসীন রাইসা বিনতে বেনজীর ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন।
আবেদনে আরও বলা হয়েছে, এই সব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথি ও রেকর্ড জব্দ করে পর্যালোচনা করা অপরিহার্য।