
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আসা ভালোবাসা ও সহযোগিতা বিএনপি নেতাদের গভীরভাবে নাড়া দিচ্ছে। এমন পরিস্থিতিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই জিয়া পরিবারের সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা।
গতকাল সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় যে শুভেচ্ছা ও সহায়তা পৌঁছাচ্ছে, তার জন্য বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। তার বক্তব্য অনুযায়ী, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুদের উদ্বেগ প্রকাশ এবং বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাঁদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করছে।
তারেক রহমান জানান, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তাঁদের পরিবারের শক্তি। তিনি বলেন, মমতাময়ী দেশনেত্রীর সুস্থতার জন্য সবাই নিরন্তর প্রার্থনা করছেন, আর এই চ্যালেঞ্জিং সময়ে জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির প্রতি তাঁদের কৃতজ্ঞতা অপরিসীম।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। সর্বশেষ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শ্বাসকষ্ট তীব্র হয়ে ওঠে। এ কারণে ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তাঁর আরও কিছু জটিলতা রয়েছে।