
শিশুদের অনলাইন সুরক্ষা জোরদারে অস্ট্রেলিয়ার পথ অনুসরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপ—এমনকি নিষেধাজ্ঞার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। খবর প্রকাশ করেছে রয়টার্স।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে কিয়ার স্টমার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটাতে গিয়ে শিশুরা এক ধরনের ক্ষতিকর চক্রে আটকে পড়ছে—যেখানে অবিরাম স্ক্রলিং, উদ্বেগ আর অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার চাপ কাজ করে।
তিনি জানান, এ পরিস্থিতি মোকাবিলায় তার সরকার কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। সেই লক্ষ্যেই ইনফিনিট স্ক্রলিংয়ের মতো ফিচার সীমিত করা এবং কোন বয়সে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুমতি দেওয়া হবে—এসব বিষয় পুনর্বিবেচনা করা হচ্ছে।
ক্ষমতাসীন লেবার পার্টি বলেছে, শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম পুরোপুরি নিষিদ্ধ করা বাস্তবসম্মত হবে কি না এবং এমন সিদ্ধান্ত কার্যকরভাবে কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে—তা জানতে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হবে।
গত মাসে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। সেই উদ্যোগের অভিজ্ঞতা জানতে যুক্তরাজ্যের মন্ত্রীরা অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা করছেন।
যুক্তরাজ্য সরকার এখনো নির্দিষ্ট কোনো বয়সসীমা চূড়ান্ত না করলেও জানিয়েছে, একটি নির্দিষ্ট বয়সের নিচে নিষেধাজ্ঞা আরোপ এবং বয়স যাচাই ব্যবস্থাকে আরও কঠোর করার বিষয়গুলো সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে।
বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য ও বিকাশে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ক্ষতিকর কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় সেই উদ্বেগ আরও তীব্র হয়েছে।
এই প্রেক্ষাপটে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এআই ব্যবহার করে নগ্ন ছবি তৈরির টুল নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের নগ্ন ছবি দেখা বা শেয়ার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘শৈশব মানে অপরিচিত মানুষের বিচার বা লাইক পাওয়ার চাপ নয়। কিন্তু অনেক শিশুর জন্য আজ শৈশব মানে অন্তহীন স্ক্রলিং আর মানসিক চাপ।’
তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সবচেয়ে কার্যকর সমাধান বেছে নেওয়া হবে এবং শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় সব বিকল্পই খোলা রাখা হয়েছে।