
পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই উত্তেজনার ধারাবাহিকতায় ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্তের মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত (পাকিস্তান সময়) কার্যকর থাকবে।
(২০ জানুয়ারি) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এ তথ্য নিশ্চিত করেছে।
পিএএ জানায়, নিষেধাজ্ঞাটি ভারতীয় মালিকানাধীন, পরিচালিত কিংবা লিজ নেওয়া সব ধরনের বিমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর আওতায় সামরিক বিমানও অন্তর্ভুক্ত রয়েছে।
সংস্থাটি আরও জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে গত নয় মাস ধরে কার্যকর থাকা বিদ্যমান আকাশসীমা নিষেধাজ্ঞাই বহাল রাখা হলো।
ভারতের নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হলে নয়াদিল্লি গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
এরপর পাকিস্তানের এই পদক্ষেপের জবাবে গত ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য নিজ দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করে।
এর আগে ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান একই ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল।