
সশস্ত্র বাহিনীর সদস্যদের মাঠ থেকে তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
রবিবার (০৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
উপদেষ্টা বলেন, “সশস্ত্র বাহিনী যেভাবে আছে, সেভাবেই তারা মাঠে থাকবে। কোনো ৫০ শতাংশ সদস্য প্রত্যাহারের সিদ্ধান্ত হয়নি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কোনো উদ্বেগ নেই।”
এর আগে, গত ৫ নভেম্বর এক ব্রিফিংয়ে সেনা সদরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান উল্লেখ করেছিলেন, “দীর্ঘ সময় বাইরে থাকার কারণে সেনা সদস্যদের প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক এবং সেনা সদস্যরা ব্যারাকে ফিরে আসুক।”