
জাতীয় নাগরিক পার্টি আজ বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই এ সভা অনুষ্ঠিত হতে চলেছে।
বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি আয়োজন করা হয়েছে। এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দেবেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।