
আজ জুমার দিনব্যাপী দেশজুড়ে সব মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় ঘোষণায় জানানো হয়েছে, প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিজ নিজ উপাসনালয়ে তাঁর জন্য প্রার্থনায় অংশ নেবেন।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়েও খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার আয়োজন করতে দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
রিজভী জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া এ দেশের অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক। তাকে অসংখ্য জুলুম, নির্যাতন, নিপীড়ন করেও তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি। তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো অসুস্থ করা হয়েছে, কিন্তু দেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার মনোবলকে দুর্বল করা যায়নি।”
তিনি আরও জানান, শুধু দেশেই নয়, আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও বিএনপি নেত্রীকে নিয়ে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।
বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তিনি সেখানে টানা ১২ দিন ধরে আছেন, যার মধ্যে ৮ দিন কাটছে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে। শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে অত্যন্ত সতর্কতা ও নিখুঁত ব্যবস্থাপনায়।