তামিমদের চাপে হৃদয়ের শাস্তি নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির


avatar/hridoy_20250425_191136670.jpg
বেশ কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গণে আলোচনায় তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয়টি। আজ সকাল থেকেই আবার এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় তামিম ইকবাল সংবাদ সম্মেলনে করতে চাওয়ায়। তামিমের ডাকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ক্রিকেটাররা। সেখানে নিজেরা আলোচনার পর ক্রিকেটাররা বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা হৃদয়ের আবার নিষেধাজ্ঞার বিষয়টিকে হাস্যকর বলে তুলে ধরেন এবং এর সমাধান চান।

তাওহিদ হৃদয়কে আবার শাস্তি দেওয়ার বিষয়টি হাস্যকর জানিয়ে তামিম বলেন, ‘তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়!’

বৈঠক শেষে তামি জানান, দ্রুত সমাধান চেয়েছেন ক্রিকেটাররা। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে এভাবে করলে হয় না। বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি এসেছেন। সাথে আরও ২ জন বোর্ড পরিচালক ছিলেন। লম্বা আলোচনা হয়েছে। বলেছি দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের জানান। যেহেতু কাল খেলা। আমার মনে হয় খুব দ্রুতই সিদ্ধান্ত দিয়ে দেবেন।’

এদিকে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর হৃদয়ের এক ম্যাচ বহিস্কারাদেশের শাস্তি এক বছর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×