মাদারীপুরে শুরু হল মাসব্যাপী অনুর্ধ্ব ১৫ ফুটবল প্রশিক্ষণ


April 2025/Madaripur football.jpg

মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী অনুর্ধ্ব ১৫ ফুটবল প্রশিক্ষণ। 

শনিবার (২৬) বিকেলে জেলা স্টেডিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আফজাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জাহিদুর রহমান খান ও জুবায়ের আহমেদ নাফি, প্রাক্তন খেলোয়াড় ও ফুটবল কোচ আফজাল হোসেন মানিক ও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।

সমীর বাইন জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও অন্বেষণের লক্ষ্যে এ প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ৪ জন বিভাগীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের করার সুযোগ পাবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×