বিসিবির দায়িত্বে যোগ্য ব্যক্তিদের চান তামিম ইকবাল


MARCH NAEEM 2ND/tamim-1-20250324121942.jpg

চলতি বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগেই দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যোগ্য ব্যক্তি নির্বাচনের পক্ষে তিনি। তামিম বিশেষ করে স্ব স্ব জেলা ও বিভাগীয় ক্রিকেটের উন্নতি পারবেন এমন ব্যক্তিদের বিসিবির দায়িত্বে দেখতে চান। 

জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে আজ (শনিবার) উপস্থিত হয়েছিলেন তামিম। এ সময় তিনি বলেন, ‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব, যারা ক্রিকেটকে প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক... যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে— আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই। আমি এটাই অনুরোধ করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক।’

অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তামিম আরও বলেন, ‘অতীতে আমি অনেকবার দেখেছি কেউ যখন জেলা বা বিভাগ থেকে আসেন ক্রিকেট বোর্ডে। পরবর্তীতে ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয়ে যান, জেলা-বিভাগকে ভুলে যান।’

‘এমন অনেক জেলায় গিয়েছি আমি কয়েকদিন আগে, বরিশালেও গিয়েছি... এসব জায়গায় স্ট্যান্ডার্ড মানের একটা ক্রিকেট লিগও হয় না। ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি’, আরও যোগ করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। 

ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে যাওয়া সংগঠকদের উদ্দেশ্যে তামিমের স্পষ্ট বার্তা, ‘সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসার প্রয়োজন নেই।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×