
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭(ক) অনুযায়ী সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক পদে নিয়োগ সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য উপযুক্ত প্রার্থীদের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আবেদনকারীদেরকে নির্ধারিত ফরমে দরখাস্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারীরা প্রয়োজনীয় তথ্যাবলি সংযুক্তি ও পাসপোর্ট সাইজের একটি কপি ছবি সহ দরখাস্ত আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে বা সরাসরি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে জমা দিতে পারবেন।