
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদ কার্যকর করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার পর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কার্যহীন করে রাখা হয়েছিল। ওই সময় যারা প্রশাসনে ছিলেন এবং বড় ধরনের অপরাধে জড়িত ছিলেন না, তারা ভবিষ্যতেও রাষ্ট্রের সেবায় থাকতে পারবেন।”
তিনি আরও জানান, “তবে যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, সরকার তাদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবে।”
আসাদুজ্জামান উল্লেখ করেন, “আওয়ামী লীগের শাসনামলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল।”
বর্তমান প্রশাসনের মাধ্যমে কি নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশন এই বিষয়ে সজাগ রয়েছে। আমি বিশ্বাস করি, তারা সামনে আসন্ন নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবে।”
এর আগে, সকাল ১০টায় ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের আয়োজনে জেলার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল।
সভাটি ঝিনাইদহ প্রেস ক্লাবের সহসভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ খান সুমন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন এবং জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা।