
ভারতে আইফোন ১৭ বিক্রি শুরুর দিন মুম্বাইয়ের অ্যাপল স্টোরে ক্রেতাদের ভিড়ে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। একই চিত্র দেখা গেছে দিল্লি ও বেঙ্গালুরুর স্টোরগুলোর সামনেও, যেখানে ক্রেতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন নতুন ফোন কেনার জন্য।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপলের স্টোরে সকাল থেকেই ভিড় জমতে থাকে। একপর্যায়ে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্টোরের কাচের দেয়ালের পাশে দাঁড়ানো লোকজনের মধ্যে হাতাহাতি হয়। অনেকে একে অপরকে ঘুষি ও থাপ্পড় মারেন। লাল শার্ট পরা এক ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা টেনে বের করার চেষ্টা করলে তিনি এক প্রহরীকে আঘাত করতে উদ্যত হন। পরে আরেক নিরাপত্তারক্ষী এসে তাকে সরিয়ে নেয়।
ভিডিওতে আরও দেখা যায়, ভিড় সামলাতে লাঠিধারী এক নিরাপত্তাকর্মী হিমশিম খাচ্ছেন। এ সময় সাদা-কালো শার্ট পরা আরেক ব্যক্তিকে কমব্যাট পোশাকধারী এক সশস্ত্র নিরাপত্তারক্ষী বের করে নিয়ে যান।
এনডিটিভি জানায়, শুক্রবার মুম্বাই ও দিল্লির ফ্ল্যাগশিপ স্টোরসহ ভারতের বিভিন্ন শহরে একযোগে আইফোন ১৭ সিরিজের মোবাইল বিক্রি শুরু করে অ্যাপল। নতুন ফোন নিতে ক্রেতারা সকাল থেকেই লাইন দেন। কেউ কেউ রাত থেকেই অপেক্ষা করতে থাকেন।
মুম্বাইয়ের স্টোরের এক ক্রেতা মোহন যাদব, যিনি আহমেদাবাদ থেকে এসেছেন, বলেন, “ভোর ৫টা থেকে আমি অপেক্ষা করছি। লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে মাঝখানে ঢুকে পড়ছে। নিরাপত্তার লোকজন দায়িত্ব নিচ্ছে না। এতে পেছনের ক্রেতারা সুযোগ পাচ্ছে না।”
এমন পরিস্থিতি দিল্লির সাকেত এলাকার সিলেক্ট সিটিওয়াক মল এবং বেঙ্গালুরুর অ্যাপল স্টোরেও দেখা গেছে।
উল্লেখ্য, চলতি মাসে অ্যাপল তাদের নতুন সিরিজ আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং ‘আইফোন এয়ার’ বাজারে এনেছে। প্রো মডেলগুলোতে যুক্ত হয়েছে অ্যালুমিনিয়াম বডি, সর্ববৃহৎ ব্যাটারি এবং নতুন “ফুল-উইডথ ক্যামেরা প্ল্যাটো”। এই সিরিজের মোবাইল ফোনগুলো ৯ সেপ্টেম্বর অ্যাপলের ওয়েবসাইট ও ইউটিউবে লাইভ ইভেন্টে উন্মোচন করা হয়।