
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এলো বাংলাদেশের জন্য সুখবর। নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার শারমিন আক্তার। সর্বশেষ হালনাগাদে তিনি এগিয়েছেন ১৩ ধাপ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আইসিসি নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাংকিং প্রকাশ করে। এই হালনাগাদে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অন্য কোনো ব্যাটার বা বোলারের অবস্থানের পরিবর্তন হয়নি।
চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখান শারমিন। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে করেন ৬৩ রান। তার এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ ২১ রানে জয় পায় এবং বাছাইপর্ব শুরু করে জয় দিয়ে। দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।
এই ম্যাচজয়ী ইনিংসের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। ১৩ ধাপ এগিয়ে ৪৩৪ রেটিং নিয়ে শারমিন এখন অবস্থান করছেন ৫৭তম স্থানে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা, যিনি ৬০৩ রেটিং নিয়ে আছেন ১৮তম স্থানে। তার পরেই অবস্থান শারমিন আক্তারের।
আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, যার রেটিং ৭৯৪। বোলারদের মধ্যে বাংলাদেশের সেরা অবস্থানে আছেন লেগ স্পিনার রাবেয়া খান—৬৬০ রেটিং নি