
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট সারাদেশে শান্তিপূর্ণ গণমিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২ আগস্ট) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।
পরওয়ার বলেন, “২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি মহানগর ও জেলা শাখায় শান্তিপূর্ণ গণমিছিল সফলভাবে সম্পন্ন করতে হবে।”
তিনি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “গণমিছিল যেন সুসংগঠিত, শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে হবে।”
এছাড়াও তিনি দেশের সর্বস্তরের জনগণকে মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং কর্মসূচি নির্বিঘ্ন করতে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থান’কে স্মরণ করে চলতি মাসজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ৫ আগস্টের গণমিছিল একটি প্রধান আয়োজন।