
রাজধানীর বেইলি রোডে অবস্থিত কেএফসি ভবনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকের এই অগ্নিকাণ্ড মুহূর্তেই এলাকায় উদ্বেগ তৈরি করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত ১০টা ৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রওনা দেন। তবে সেখানে পৌঁছে দেখা যায়, আগুন ইতোমধ্যেই নিভে গেছে।
ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।