
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে ২১ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর বিবিসি।
স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার আগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইস্লিংটনের ওই ফ্ল্যাটে বাস করতেন।
এদিকে রোববার কেনটিশ টাউনের ইস্লিংটনে আরেকটি ফ্ল্যাটের প্রবেশদ্বারে আগুন লাগার ঘটনা ঘটে এবং এর আগে বৃহস্পতিবার কেনটিশ টাউনে একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ ঘটনায় ওই যুবকের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এছাড়া স্টারমারের বাড়ি ও সম্পত্তিতে আগুনের ঘটনার কারণে বিষয়টি তদন্ত করে দেখছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ডের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর মুখপাত্র এক বিবৃতিতে সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য জরুরি সেবা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বিবিসিকে বলেছেন, এ ঘটনা নিয়ে তিনি ব্রিফ করবেন। কিন্তু এর আগে কোনো মন্তব্য করতে চান না।
তিনি আরও বলেন, ঘটনা তদন্তে পুলিশকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হচ্ছে।