
১৫ লাখ আফগানকে বিতাড়িত করে দেশে ফেরত পাঠিয়েছে ইরান। এর মধ্যে কিছু আফগান নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, নির্যাতিতদের মধ্যে একজন হলেন আলি আহমেদ। পরনের শার্ট তুলে পিঠের আঘাতের চিহ্ন দেখানোর সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। বলেন, ইরানের কর্মকর্তারা আমার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেন। তারা আমাকে মারার জন্য পানির পাইপ ও কাঠের বোর্ড ব্যবহার করেন। তারা আমাদের ওপর পশুর মতো আচরণ করেছেন। আমার মোবাইল ফোন ও অর্থ নিয়ে নেন।
এ মাসের শুরুতে তিনি বিবিসির সঙ্গে দুই দেশের সীমান্ত নিয়ে কথা বলেন। তাঁর পরিচয় গোপন রাখার জন্য ওই সময় নাম প্রকাশ করা হয়নি। চল্লিশ লাখ অনথিভুক্ত আফগানের বসবাস ইরানে। মার্চে যাদের কাছে নথি নেই, তাদের স্বেচ্ছায় ইরান ছাড়তে নোটিশ দেওয়া হয়। তবে ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের পর থেকে নিরাপত্তার স্বার্থে হাজার হাজার আফগানকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়েছে ইরান।
জুলাইয়ের শুরুতে প্রতিদিন ৫০ হাজার আফগানকে ফেরত পাঠায় ইরান। ইরানের তরফ থেকে আফগানদের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘের তথ্য মতে, জুলাইয়ের শুরুতে দৈনিক প্রত্যাবাসনের সংখ্যা প্রায় ৫০ হাজারে পৌঁছায়।