
দেশজুড়ে শীতের আগমন যেন সময়ের আগেই অনুভূত হতে শুরু করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলে বইছে কনকনে হিমেল হাওয়া, বিকেল গড়ালেই বাতাসে জমছে ঠাণ্ডার ছোঁয়া। সর্বত্রই শীতের পূর্বাভাস স্পষ্ট হয়ে উঠেছে।
আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে আরও কমবে তাপমাত্রা। ইতোমধ্যে রাজশাহীতে পারদ নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রাগুলোর একটি।
রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ রাতের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, “রোববার রাত থেকে ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও আশপাশের এলাকায় রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।”
বিডব্লিউওটি আরও জানায়, একই সময়ে দেশের অধিকাংশ অঞ্চলে রাতের পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক উষ্ণ থাকবে, ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশ স্পষ্ট থাকবে, তবে দিনে শীতের অনুভূতি কমই পাওয়া যাবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসেও আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের দাপট আরও বাড়তে পারে।