
উদ্বোধনের অপেক্ষায় থাকা আমতলী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ আট বছর পেরিয়েও শেষ হয়নি। উল্টো সাম্প্রতিক কাজ ঘিরে উঠেছে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, মসজিদের সলিংয়ে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। পাশাপাশি ঢালাইয়ের জন্যও মজুত রাখা হয়েছে মানহীন বালু ও পাথর।
এ বিষয়ে বরগুনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম মিরাজ বলেন, ‘সলিংয়ের কাজে কিছু নিম্নমানের ইট আনা হয়েছিল। সেগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট সরবরাহকারীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজ শুরুর পর থেকেই ইট, রড, সিমেন্ট ও পাথরের মান নিয়ে প্রশ্ন রয়েছে। উপজেলা প্রশাসনের তদারকি থাকলেও গোপনে নানা অনিয়ম চলছে বলে দাবি তাদের। কয়েকজন নির্মাণ শ্রমিক জানান, কাজ পেতে ঠিকাদারকে গণপূর্ত বিভাগের কিছু কর্মকর্তাকে ১০ থেকে ১২ শতাংশ ঘুষ দিতে হয়। সেই অতিরিক্ত ব্যয় সামাল দিতেই নিম্নমানের কাজ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, বিষয়টি জেলা প্রশাসকের সমন্বয় সভায় আলোচিত হয়েছে। তিনি বলেন, ‘নির্মাণকাজ তদারকির জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। আমতলীর প্রকল্পটির কাজ পায় পটুয়াখালীর ‘আবুল কালাম আজাদ ট্রেডার্স’। প্রায় ১২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দুই বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরে ২০২১ সালের অক্টোবরে সময় বাড়ানো হলেও জমি জটিলতার কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। টানা চার বছর কাজ বন্ধ থাকার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। পরে ২০২৫ সালের জুনে গণপূর্ত বিভাগ পটুয়াখালীর ঠিকাদার ফিরোজ মিয়াকে নতুন করে কাজ দেয়। তিনি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নির্মাণকাজ শুরু করেন।
আমতলী পৌরসভার কয়েকজন বাসিন্দা জানান, দেশের অনেক এলাকায় মডেল মসজিদ চালু হলেও তাদের উপজেলায় আট বছরেও কাজ শেষ হয়নি। তাদের অভিযোগ, বর্তমানে যে কাজ চলছে, সেখানেও অনিয়মের ছাপ স্পষ্ট।