
চাঁদাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, দলের নাম ব্যবহার করলেও কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।
রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বরে হোপ মার্কেট ব্যবসায়ীদের আয়োজিত এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
ব্যবসায়ীদের উদ্দেশে আমিনুল হক বলেন, “আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি বিএনপির পরিচয়ে চাঁদা দাবি করে তবে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।”
তিনি আরও অভিযোগ করেন, “পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু নতুন চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এতে দলের সম্মানহানি হচ্ছে। বিএনপি এ ধরনের অপকর্ম বরদাশত করবে না।”
বর্তমান সরকারের দুর্নীতিকে দায়ী করে বিএনপি নেতা বলেন, “বর্তমান সরকারের অদক্ষতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জনগণের ভোটে যদি আমরা ক্ষমতায় আসি, অর্থনীতি পুনরুদ্ধার করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আমিনুল হক বলেন, “আপনারা যারা অস্থায়ীভাবে ব্যবসা করছেন, আমরা নির্বাচিত হলে স্থায়ী মার্কেট নির্মাণ করব। যাতে করে আপনারা নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যেতে পারেন।”
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, যুবদল পল্লবী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুকুল ফৌজ এবং শিশু কিশোর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন বাপ্পি।