
গুলশানে সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এ মামলায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর দেওয়া বক্তব্যে তার নাম উঠে আসলেও, সেটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একজনের (অপু) যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।”
তিনি জানান, অপুর দেওয়া ওই বক্তব্যে নিজের নাম দেখে তিনি বিস্মিত হয়েছেন। আসিফ মাহমুদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর অপুর সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। “তার স্ত্রী পরিচয়ে একজন আজ বলেছেন, তাকে জোর করে গুম করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে। গোয়েন্দাদের পক্ষ থেকেও এমন শুনছি যে, গুম করে নিয়ে এমন স্টেটমেন্ট নেওয়া হয়েছে। ৫ আগস্টের পর এমন ঘটনা মেনে নেওয়া যায় না।”
ওইদিন সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে গিয়েছিলেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেটি মনে নেই। তবে হেলমেট পরা যে কাউকে যে কারও সঙ্গে মিলিয়ে প্রশ্ন তোলা সম্ভব।”
তিনি আরও মন্তব্য করেন, রাজনৈতিক পরিচয় আছে এমন যেকোনো ব্যক্তির হোক সে বর্তমানে সক্রিয় বা ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা রাখে সরকারি পদ থেকে সরে যাওয়া উচিত।