
হোয়াইট হাউসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বিরল খনিজ (রেয়ার আর্থ মিনারেলস) উপস্থাপন করেছেন। ওভাল অফিস এ আয়োজিত এই বৈঠকের একটি নতুন ছবি প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে সেনাপ্রধান মুনির একটি খোলা কাঠের বাক্সের দিকে ইঙ্গিত করছেন; যার ভিতরে ছিল গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। ট্রাম্প মনোযোগ দিয়ে সেটি দেখছিলেন। পাশে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ, হালকা হাসি মুখে।
এই সফরে, ট্রাম্পের সঙ্গে মুনিরের একান্ত বৈঠকও হয়, যা ছিল অত্যন্ত বিরল। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ট্রাম্পকে ‘শান্তির পক্ষে একজন ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন এবং বৈশ্বিক সংঘাত নিরসনে তার ‘সত্যিকারের প্রচেষ্টার’ প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
এছাড়া, জুলাই মাসে সই হওয়া পাকিস্তান-ইউএস ট্যারিফ চুক্তির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান শাহবাজ। চুক্তির আওতায় পাকিস্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৯ শতাংশ ট্যারিফ আরোপ করবে এবং পাশাপাশি পাকিস্তানের খনিজ ও অয়েল রিসার্ভ উন্নয়নে সহায়তা করবে।
বিবৃতিতে শাহবাজ আশাবাদ ব্যক্ত করে বলেন, ট্রাম্পের নেতৃত্বে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে এবং উভয় দেশের জন্য উপকার বয়ে আনবে। তিনি আমেরিকান কোম্পানিগুলোকে পাকিস্তানের এগ্রিকালচার, আইটি, মাইনস অ্যান্ড মিনারেলস এবং এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্টের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের নজরে পাকিস্তানের খনিজ সম্পদ
সম্প্রতি পাকিস্তানের বৃহত্তম খনিজ উত্তোলন সংস্থা ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশন (এফডব্লিউও) যুক্তরাষ্ট্রের মিসৌরিভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্র্যাটেজিক মেটালস-এর সঙ্গে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সই করেছে। এই সমঝোতায় পাকিস্তানে একটি পলি-মেটালিক রিফাইনারি স্থাপনসহ যৌথ উদ্যোগে খনিজ প্রক্রিয়াকরণে কাজ করার পরিকল্পনা রয়েছে।
ইউএস স্ট্র্যাটেজিক মেটালস একটি প্রতিষ্ঠান, যা গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন ও পুনঃব্যবহার (পুনঃচক্রায়ণ)-এ নিয়োজিত। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ (ডিপার্টমেন্ট অব এনার্জি) এই খনিজগুলিকে উন্নত উৎপাদন প্রযুক্তি ও জ্বালানি উৎপাদনের জন্য অত্যাবশ্যক হিসেবে ঘোষণা দিয়েছে।
এছাড়া, পাকিস্তানের ন্যাশনাল লজিস্টিক্স কর্পোরেশন (এনএলসি) পর্তুগালের নির্মাণ প্রতিষ্ঠান মোটা-এঙ্গিল গ্রুপ এর সঙ্গে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, উক্ত দুই প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজ বৈঠক করেছেন, যেখানে পাকিস্তানের কপার, গোল্ড, রেয়ার আর্থস সহ অন্যান্য মিনারেল রিসোর্স নিয়ে আলোচনা হয়।
দুই পক্ষই মিনারেল ভ্যালু অ্যাড, প্রসেসিং ক্যাপাসিটি বৃদ্ধি এবং লার্জ-স্কেল মাইনিং প্রজেক্ট বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, “এই পার্টনারশিপ অবিলম্বে শুরু হবে। প্রাথমিকভাবে পাকিস্তান থেকে রপ্তানি করা হবে অ্যাভেইলেবল মিনারেলস; যার মধ্যে রয়েছে অ্যান্টিমনি, কপার, গোল্ড, টাংস্টেন এবং রেয়ার আর্থ এলিমেন্টস।”
শাহবাজ শরিফ এ বছর দাবি করেছিলেন, পাকিস্তানে ট্রিলিয়ন ডলারের মূল্যের মিনারেল রিজার্ভ রয়েছে এবং এই খাতে বিদেশি বিনিয়োগ দেশের দীর্ঘমেয়াদী আর্থিক সংকট কাটিয়ে উঠতে সহায়তা করতে পারে এবং বিদেশী লোনের বোঝা হ্রাস করতে পারে।
তবে অধিকাংশ খনিজ সম্পদই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত, যেখানে বিচ্ছিন্নতাবাদীরা স্থানীয় ও বিদেশি কোম্পানির সম্পদ উত্তোলনের বিরোধিতা করে আসছে।
সূত্র: এনডিটিভি