
পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কেশম দ্বীপের অদূরে চোরাচালানকৃত বিপুল পরিমাণ জ্বালানিসহ একটি বিদেশি তেল ট্যাংকার আটক করেছে ইরানি কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জব্দ করা ট্যাংকারটিতে প্রায় ৪০ লাখ লিটার অবৈধভাবে পাচার হওয়া জ্বালানি ছিল।
কর্তৃপক্ষ এখনো ট্যাংকারটির নাম কিংবা এটি কোন দেশের মালিকানাধীন—সে তথ্য প্রকাশ করেনি। তবে জানানো হয়েছে, জাহাজে থাকা ১৬ জন বিদেশি নাবিককে ফৌজদারি অভিযোগে আটক করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জব্দকৃত ট্যাংকারটির ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র প্রকাশ করেছে।
এর আগে গত সপ্তাহেও ইরান দাবি করেছিল, ওমান উপসাগরে ৬০ লাখ লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী আরেকটি বিদেশি ট্যাংকার তারা আটক করেছে।
উল্লেখ্য, বিশ্বের সর্বনিম্ন জ্বালানি মূল্যের দেশগুলোর একটি ইরান। এ কারণে প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় অঞ্চলে সমুদ্রপথে জ্বালানি পাচারের ঘটনা ব্যাপকভাবে ঘটছে। এসব অবৈধ কার্যক্রম ঠেকাতে সাম্প্রতিক সময়ে নজরদারি ও অভিযান জোরদার করেছে তেহরান।