
গাজায় বেসামরিক মানুষ হত্যার ঘটনায় ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন। তিনি বলেছেন, হামাসের হামলার প্রতিশোধ হিসেবে গণহারে মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সোমবার (৭ অক্টোবর) ভ্যাটিকান সিটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে হামাসের হামলার দুই বছর পূর্তিতে এ বক্তব্য দেন কার্ডিনাল প্যারোলিন।
তিনি বলেন, “এখনও আমরা জিম্মিদের মুক্তির জন্য প্রার্থনা করছি।”
প্যারোলিন আরও বলেন, “হামাস-ইসরাইল যুদ্ধ ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। ফিলিস্তিনে প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, যা গভীরভাবে মর্মাহত করে।”
গাজায় শিশুদের মৃত্যুর প্রসঙ্গে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “প্রতিদিন শিশুদের মরতে দেখি— যাদের একমাত্র অপরাধ সম্ভবত এই যে, তারা গাজায় জন্ম নিয়েছে।”
তিনি জোর দিয়ে বলেন, “প্রতিশোধের নামে এভাবে নির্বিচারে মানুষ হত্যা অগ্রহণযোগ্য ও অযৌক্তিক।”
কার্ডিনাল প্যারোলিন আরও বলেন, যারা গাজায় ইসরাইলি হামলাকে ইহুদিবিদ্বেষের ‘উপযুক্ত শিক্ষা’ হিসেবে সমর্থন করছেন, তাদের অবস্থানও নিন্দনীয়। তিনি এ মনোভাবকে ‘একটি ক্যান্সার’ হিসেবে আখ্যা দেন।
তার ভাষায়, “ঘৃণার এই বিকৃত চক্র এমন এক সর্পিল আকার ধারণ করছে, যা কোনো শুভ ফল বয়ে আনবে না।”