
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ‘গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ’ চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
মামলার আওতায় মোট ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও প্রসিকিউটর অফিসের বিবৃতিতে পুরো তালিকা প্রকাশ করা হয়নি, তবে এতে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের নাম উল্লেখ করা হয়েছে।
তুরস্কের এই পদক্ষেপকে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের গাজা অভিযানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়াগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা