
গাজার খান ইউনিসে বুধবার (২০ আগস্ট) সকালে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে জটিল এক অভিযান চালিয়েছে। হামাসের বরাতে জানা গেছে, তাদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছে।
সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, খান ইউনিসে ইসরায়েলি সেনাদের নবনির্মিত সামরিক পোস্টে হঠাৎ হামলা চালানো হয়। এই সময়ে ঘরের ভিতরে অবস্থানরত সেনাদের ওপর হালকা অস্ত্র, গুলি এবং গ্রেনেড নিক্ষেপ করা হয়। হামলায় এক স্নাইপার এবং একটি মারকাভা-৪ ট্যাংকের কমান্ডারও আহত হয়েছেন।
পরে আহতদের উদ্ধার করতে এসে আরেকটি ইসরায়েলি দল সেখানে উপস্থিত হয়। হামাসের এক যোদ্ধা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে আরও কয়েকজন সেনাকে আহত ও নিহত করেছে। হামাস জানিয়েছে, এই অভিযান চলাকালীন মর্টার ফায়ার, ট্যাংক বিধ্বংসী গোলা ও বিস্ফোরক ব্যবহার করা হয়। কয়েক ঘণ্টা স্থায়ী অভিযান শেষে হামাসের যোদ্ধারা সেখান থেকে সরে যায়। তবে হামাস কতজন সেনা হতাহত হয়েছে তা জানায়নি।
অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, খান ইউনিসে অন্তত ১৮ হামাস যোদ্ধা তাদের সেনাদের ওপর হঠাৎ হামলা চালায়। এতে এক সেনা গুরুতর আহত এবং আরও দুইজন সামান্য আহত হয়েছেন। পাল্টা হামলায় ইসরায়েলের দাবি, হামাসের ১০ যোদ্ধা নিহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের যোদ্ধারা মেশিনগান ও আরপিজি ব্যবহার করেছে এবং সুড়ঙ্গ থেকে বের হয়ে হঠাৎ হামলা চালিয়েছে।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল