
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৬৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৬৫ জন। শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০৭৪ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ৭০০ জনের তথ্য যাচাই শেষে তাদের নামও মৃতের তালিকায় যুক্ত করা হয়েছে।
তবে বাস্তবে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মন্ত্রণালয়। কারণ গাজার বহু এলাকায় এখনো ধ্বংসস্তূপের নিচে অগণিত মরদেহ আটকে রয়েছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এছাড়া সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪৩০ জনে। আহতদের মধ্যে নারী, শিশু ও প্রবীণসহ সব বয়সী মানুষ রয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র: আল জাজিরা