
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “নৌকা-ধান বা লাঙল কেউ বুকের ওপর রাখে না, কিন্তু হাতপাখা সবাই রাখে।”
রোববার (৩ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজারে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখা আয়োজিত ওই সমাবেশে দলটির পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
মুফতি ফয়জুল করিম বলেন, “যারা নৌকা নিয়ে ভোটে যায়, তারা নৌকা চালাতে জানে না। যারা ধান নিয়ে ভোটে যায়, তারা ধান কাটতে জানে না। যারা লাঙল নিয়ে ভোটে যায়, তারাও লাঙল চালাতে জানে না। কিন্তু এই দেশে এমন একটি প্রতীক আছে, যা ধনী-গরিব, হিন্দু-মুসলমান—সবাই ব্যবহার করে। সেটি হলো হাতপাখা। কারণ কারেন্ট ফেল করলেও হাতপাখা ফেল করে না।”
তিনি আরও বলেন, “হাতপাখার বিজয় মানে ইসলামের বিজয়, দেশের মানুষের বিজয় এবং শান্তির বিজয়। সব মার্কার সময় শেষ, এখন হাতপাখার বাংলাদেশ গড়ার সময়।”
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুফতি হাবিবুল্লাহ।
সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীনসহ অন্যান্য নেতারা।