
ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের গত ৫৩ বছরে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি। তিনি উল্লেখ করেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্ররা জীবন দিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল এই দেশকে সুন্দরভাবে সাজানো। কিন্তু আজ স্বার্থন্বেষী মহল ক্ষমতায় অবস্থান করছে এবং তারা পিআর পদ্ধতি বোঝে না।
শুক্রবার (২২ আগস্ট) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
রেজাউল করীম বলেন, অনেক দেশ পিআর পদ্ধতির মাধ্যমে সুন্দরভাবে দেশ পরিচালনার উদ্যোগ নিচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলছি, প্রথমে মৌলিক সংস্কার করুন, খুনিদের বিচার দৃশ্যমান করুন, তারপর জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। এখন পর্যন্ত আমরা কোনো মৌলিক সংস্কার বা দৃশ্যমান বিচার দেখিনি।
তিনি আরও বলেন, গত ৫৩ বছরে নির্বাচনের মাধ্যমে খুনি তৈরি হয়েছে, গণঅসন্তোষ সৃষ্টি হয়েছে এবং দেশের অর্থ পাচার হয়েছে। এমন নির্বাচন আমরা মেনে নিতে পারি না। আমাদের দায়িত্ব দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা। যে কোনো ধরনের অনিরাপদ নির্বাচন আমরা মেনে নেব না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উল্লেখ করেন, সুজন (সুশাসনের জন্য নাগরিক) জনগণের মতামত সংগ্রহের সময় ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দলও পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। যারা চায় না, তারা কি দেশের স্বার্থে বা ব্যক্তিগত/দলীয় স্বার্থে এভাবে করছে, আমরা তা বুঝতে পেরেছি। যদি চায় না, তাহলে জনগণের কাছে পিআর পদ্ধতির বিষয়ে মতামত পাঠাতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তির তাণ্ডব, দিনে ভোট রাতে যদি আমাদের সন্তানদের ক্ষতিগ্রস্ত করা হয় এবং দেশের অর্থ পাচার হয়, আমরা সেই ধরনের নির্বাচন হতে দেব না, ইনশাআল্লাহ।
ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ইউসুফ আহমদ মানসুর। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।