
রাজধানীর মগবাজারে মিছিলের প্রস্তুতিকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে মগবাজার রেলগেট সংলগ্ন এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে আটক করে।
মেজবাহুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি মাগুরা শহরের মোল্লা পাড়ায়।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে সংগঠনটির কয়েকজন নেতা ও কর্মী মগবাজার এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সিটিটিসি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মেজবাহুলসহ ১৩ জনকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জুলাই মাসের আন্দোলনের সময় মেজবাহুল ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে, কোন অভিযোগের ভিত্তিতে বা কী কারণে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।