
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ নিয়ে আসছে ছোট একটি জাহাজ। এই জাহাজে আসছেন ১২ জন অধিকারকর্মী। যারমধ্যে রয়েছেন পরিবেশবাদী গ্রেটা থুনবার্গও। তারা ভূমধ্যসাগর দিয়ে ইতিমধ্যে মিসরের কাছে পৌঁছে গেছেন। এখন আসছেন গাজার দিকে। তবে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ রোববার (৮ জুন) জাহাজটি আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই দখলদার জানিয়েছেন, গাজা উপকূলে জাহাজটিকে ভিড়তে দেওয়া হবে না। তিনি এক বিবৃতিতে বলেছেন, “আমি সেনাদের মাদলিন ফ্লোটিলাকে গাজায় পৌঁছতে না দিতে নির্দেশ দিয়েছি। ইহুদিবিদ্বেষী গ্রেটা থুনবার্গ ও তার সহযোগীদের, যারা হামাসের মুখপাত্র, তাদের স্পষ্ট করে বলছি : ফিরে যান কারণ আপনারা গাজায় পৌঁছাবেন না।”
যে জাহাজটিতে করে ১২ অধিকার কর্মী আসছেন সেটিতে এক টন ওষুধ সামগ্রী রয়েছে। এছাড়া আছে অন্যান্য কিছু পণ্য। তাদের এই যাত্রাটি মূলত প্রতীকি। গাজায় দখলদার ইসরায়েল যে অবরোধ আরোপ করে রেখেছে তারা সেটি ভাঙার চেষ্টা করছেন। তাদের ভাষ্য, তারা যদি গাজায় পৌঁছান তাহলে অন্যরা তাদের দেখাদেখি গাজায় ত্রাণ নিয়ে আসবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই জাহাজটির আসার বিষয়টি সরাসরি সম্প্রচার করছে। যা গাজার মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই জাহাজটি দেখার জন্য উপকূলে জড়ো হয়েছেন। এছাড়া আলজাজিরার সরাসরি সম্প্রচারেও নজর রাখছেন তারা।
সূত্র: মিডেল ইস্ট আই