
ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিব লক্ষ্য করে শনিবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে ক্লাস্টার বোমাবাহী মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মিসাইলটি আঘাত হানার আগে ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি বাহিনী মিসাইলটিতে ক্লাস্টার বোমা থাকার বিষয়টি নিশ্চিত করেনি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, রাত ৩টা ৪৫ মিনিটে তেলআবিব ও আশপাশের এলাকায় মিসাইল হামলার সতর্কবার্তা হিসেবে সাইরেন বাজে ওঠে। এ সময় স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
গত কয়েকদিনে হুতি বিদ্রোহীরা একাধিক ক্লাস্টার বোমাবাহী মিসাইল এবং ড্রোনের মাধ্যমে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে গত সপ্তাহে একটি ড্রোন ইসরায়েলের বিমানবন্দরে আঘাত হানে।
এর দু’দিন পর ইসরায়েলি বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, যার ফলে অন্তত ৩৫ জন ইয়েমেনি নিহত হন, যাদের মধ্যে শিশুও রয়েছে।
ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাত শুরু হলে হুতিরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়। তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে, ফলে ইসরায়েলের মালিকানাধীন কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারছে না। এই নিষেধাজ্ঞা বাতিল করতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ব্যাপক বোমা হামলা চালায়।
যাইহোক, ইসরায়েল তাদের বিমানবাহিনী ব্যবহার করে নিয়মিতভাবে ইয়েমেনে হামলা চালাচ্ছে। এর মধ্যে এক হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রীসহ অন্তত ১২ জন মন্ত্রী নিহত হয়েছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল