
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য তার জানা নাই। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
উপদেষ্টা পরিষদ পুর্নগঠন হচ্ছে, এ জাতীয় গুঞ্জন শোনা যাচ্ছিলো। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে কোনো খবর তার কাছে নেই।
বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।