
পাবনার ঈশ্বরদীতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। শনিবার (১৭ মে) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি, ঈশ্বরদী শাখা।
এই অনুষ্ঠানে কৃষকদের নানা দাবি-দাওয়া শোনা হয় এবং ২৬ দফা দাবি তুলে ধরেন স্থানীয় কৃষক নেতারা। এর মধ্যে ঈশ্বরদীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, কৃষি সহায়ক বাজেট ঘোষণা, আধুনিক হাসপাতাল, কৃষি পণ্য পরিবহনে সরকারি সেবা চালু, লিচু গবেষণাগার এবং বিমানবন্দর চালুর মতো গুরুত্বপূর্ণ দাবি ছিল।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, “ঈশ্বরদী একটি কৃষি সমৃদ্ধ এলাকা। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন। আমরা এই বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবো। কৃষকদের স্বল্প সুদে কৃষিঋণ দেওয়ার প্রস্তাবও সরকারের কাছে উপস্থাপন করা হবে।”
অনুষ্ঠানটি ঘিরে দিনব্যাপী আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। রাজশাহী ও ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিশু, মেডিসিন, চক্ষু, গাইনি, দন্ত ও অর্থপেডিক রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিশাল আকৃতির একটি মিষ্টি কুমড়া উপহার দিয়ে বরণ করে নেন কৃষকেরা। পুরো অনুষ্ঠান স্থল সাজানো হয় স্থানীয়ভাবে উৎপাদিত প্রায় ৩০ প্রকারের সবজি ও ফল দিয়ে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার কৃষক ও সেবা গ্রহণকারী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, পুলিশ সুপার মোরতোজা আলী খান, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের স্বাস্থ্য অনুষদের ডিন ডা. মনোয়ারুল হকসহ স্থানীয় কৃষক প্রতিনিধি ও শিক্ষকরা।