.png)
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নে বনবিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ছৈয়দ আলমের বিরুদ্ধে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মেহেরঘোনা রেঞ্জের অধীনে কবরস্থানের জন্য বরাদ্দকৃত জমি থেকে ৭৯টি গাছ কেটে নেওয়া হয়।
এলাকাবাসীর দাবি, ঘটনাটি নিয়ে দুই দিন আগে মেহেরঘোনা বিট অফিসকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল বলেন, “গাছ কাটার আগে বনবিভাগের অনুমতি নিতে হয়। কিন্তু তারা কোনো অনুমতি নেয়নি। আমরা বিষয়টি জানার পরই ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে গাছ ফেরত আনতে তাদের নোটিশ দেওয়া হয়েছে।”
তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ছৈয়দ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।