
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির এক সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে অভিযান চালাতে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সেনা সদস্যরা। পরে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে করা পোস্টে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, বন্দুকযুদ্ধে জখম হওয়া সৈনিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, ভয়াবহ বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। আমাদের একজন গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সত্ত্বেও তিনি মারা গেছেন। অভিযান চলছে।
এর আগে সকাল ৮টা ৫৯ মিনিটে করা এক পোস্টে জানানো হয়, জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে পরিচালিত ‘অপারেশন ত্রাশি’ শুরু হয়েছে। কিশতোয়ারের ছাতরুতে বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে এই অভিযান বলে জানায় কর্তৃপক্ষ। ওই এলাকায় চার সন্ত্রাসী আটকা পড়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছয়জনকে হত্যার এক সপ্তাহ পরে কিশতোয়ার এই এনকাউন্টারের ঘটনা ঘটলো। এর আগে গত ১৩ মে শোপিয়ানের কেলার এলাকায় এবং ১৫ মে পুলওয়ামার ত্রালের নাদার এলাকায় পৃথক দুই সংঘর্ষ ঘটে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেলেহগামে হামলার পর এই অঞ্চলে অভিযান জোরদার করেছে ভারতীয় বাহিনী। সূত্র : এনডিটিভি।