
কুষ্টিয়ার ভেড়ামারা যাত্রী ছাউনি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই কিশোর-তরুণের। ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল বিধ্বস্ত হলে ঘটনাস্থলে একজন এবং অপরজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরপুর উপজেলার সিয়াম হোসেন (১৭) ও আব্দুর রশীদ (১৮)।
ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ওই সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে মারা গেছেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।