
কুড়িগ্রাম সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় শুক্রবার সকালে এক শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) সোনাহাট বিওপি কর্তৃক আটক হওয়া এই দলটিতে ২ নারী, ৪ শিশু ও ৫ পুরুষ রয়েছেন। তারা সোনাহাট সীমান্তের আমতলী এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরার সময় নজরে আসে বিজিবি টহল দলের।
আটকদের জবানবন্দিতে জানা গেছে, তারা কয়েক বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে কক্সবাজারে আশ্রয় নিয়েছিল। পরে সেখান থেকে দালালের সহায়তায় ভারতে চলে যায়। সর্বশেষ গত বৃহস্পতিবার গভীর রাতে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসে। ফেরার পরপরই বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকদের পরিচয়ও পাওয়া গেছে প্রাথমিকভাবে। তারা হলেন ইসমাইল আজাদ (৪৮), তার স্ত্রী আছিয়া বেগম (৩৮) এবং তাদের চার সন্তান আনস (১৫), রীমা (৯), আনিস (৭) ও সাফা (৬)। একই সঙ্গে আটক হয়েছেন নূর আলম (২৪), তার স্ত্রী নূর কালিমা (২১) ও তাদের সন্তান নূর জাহিদা (৩)। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন নূর (১৫) ও আব্দুল্লাহ (১৮) নামের আরও দুই তরুণ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবি অনুপ্রবেশকারীদের আটক করে থানায় এনেছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি পদক্ষেপ নেয়া হবে।”