
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চাপ সৃষ্টি করতে গিয়ে ভারতের ওপর নতুন ‘জরিমানা’ আরোপ করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর নানা পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশটির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা কার্যকর হবে আগামী ২৭ আগস্ট থেকে।
ওয়াশিংটন অভিযোগ করছে, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে তা পরিশোধন করে বিভিন্ন দেশে উচ্চমূল্যে বিক্রি করছে। এই কার্যক্রম যুদ্ধকালে রাশিয়াকে মুনাফা অর্জনে সহায়তা করছে।
এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পরও ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। নতুন শুল্কসহ মোট শুল্কের হার এখন ৫০ শতাংশে পৌঁছেছে।
তবে ভারত যুক্তরাষ্ট্রের এই শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ হিসেবে চিহ্নিত করে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ভারতের বিরুদ্ধে ‘মুনাফাখোরি’র অভিযোগ এনেছেন। তিনি বলেন, ভারতের কিছু ধনী পরিবার রাশিয়ার অপরিশোধিত তেল কিনে তা পরিশোধন করে পুনরায় বিক্রি করে ১৬ বিলিয়ন ডলার অতিরিক্ত মুনাফা করেছে।
তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি মাত্র ১ শতাংশের নিচে ছিল। বর্তমানে তা বেড়ে ৪২ শতাংশে দাঁড়িয়েছে। তুলনায় চীনের রাশিয়া থেকে তেল আমদানি ১৩ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশ হয়েছে, যা মার্কিন প্রতিবেদনে ‘সুবিন্যস্ত’ হিসেবে বিবেচিত হয়েছে।