
চলতি সপ্তাহের শেষ নাগাদ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের সূত্র উদ্ধৃত করে ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস বুধবার এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বৃহস্পতিবার ওয়াশিংটনের উদ্দেশে লন্ডন ছাড়বেন। ট্রাম্প বিদায় নেওয়ার পরপরই ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, লন্ডন দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। গত জুলাইয়ে প্রধানমন্ত্রী কেইর স্টারমার সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল যদি গাজায় হামলা ও সহিংসতা না থামায়, তবে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তখনই তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান।
ট্রাম্প সে সময় বলেছিলেন, ব্রিটেন এমন পদক্ষেপ নিলে তার আপত্তি থাকবে না। তবে পরবর্তীতে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করলে মার্কিন প্রেসিডেন্টের সুর বদলে যায়। তিনি বলেন, ইউরোপীয় মিত্ররা যদি এমন সিদ্ধান্ত নেয়, তবে তিনি তার বিরোধিতা করবেন।
এদিকে লেবার পার্টির নেতা ও প্রধানমন্ত্রী স্টারমার শুরু থেকেই ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষপাতী ছিলেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, সামনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসছে, আর সেখানেই যুক্তরাজ্যের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে।
তবে এ ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জন্য পুরস্কৃত করা।
সূত্র: রয়টার্স, এএফপি